কি সেবা কিভাবে পাবেন
১। নিবন্ধনঃ বিদেশগামী কর্মীদের নাম নিবন্ধন।
২। ভিসা চেকঃ অনলাইনে দুবাই, কাতার, বাহরাইন ও সিঙ্গাপুরের ভিসা চেকিং।
৩। কল্যাণ সংক্রান্তঃ
ক) বিদেশে মুত্যুবরণকারী কর্মীদের লাশ দাফনের মতামত ও সরকারী খরচে দেশে আনায়ন।
খ) লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকার আর্থিক অনুদান।
গ) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর ওয়ারিশদের ৩,০০,০০০/-(তিনলক্ষ) টাকার আর্থিক অনুদান।
ঘ) মৃত্যুজনিত ক্ষতিপূরণ/বকেয়া পাওনা/ইনস্যুরেন্স /সার্ভিস বেনিফিট এর অর্থ এবং বিদেশী নিয়োগ কর্তার নিকট হতে ক্ষতিপূরণ
আদায়ের লক্ষ্যে মামলা পরিচালনার জন্য কাগজপত্রাদি প্রস্তুত করণ।
৪। প্রত্যাবর্তন ও পূণর্বাসনঃ
ক) বিদেশেআহত ও বিপদগ্রস্থ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা।
খ) বিদেশে আহত কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান।
গ) বিদেশে কারাগারে আটক কর্মীদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
ঘ) প্রবাসী কর্মীর মেধাবী ছেলেমেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান।
৫। অভিযোগ দায়েরঃ
ক) অভিবাসন সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলকরণ।
খ) স্থানীয় অবৈধ জনশক্তি রপ্তানীকারকের বিরুদ্ধে বিভাগীয় শ্রম আদালত, খুলনায় মামলা দায়ের।
৬। রিক্রুটিং এজেন্সিঃ রিক্রুটিং এজেন্সি সমূহের তালিকা, ঠিকানা, ফোননম্বর ও অন্যান্য তথ্য সমূহ প্রদান।
৭। অন লাইনে বিএমইটির সেবা সমূহ প্রদর্শন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS