শিরোনাম
জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ পালিত
বিস্তারিত
মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’ এই শ্লোগান সামনে রেখে ১৮ ডিসেম্বর জামালপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকর রহমান ছানা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর টিটিসির অধ্যক্ষ জাবেদ রহিম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুল আলম প্রমুখ।